২০২৬ বিশ্বকাপ খেললে রোনাল্ডোর এই রেকর্ড ভাঙতে পারেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বিশ্বকাপে লক্ষ্য পূরণ করেছেন দেশকে বিশ্বসেরা করে। এবার ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আবারও সেরা করতে খেলবেন কিনা লিওনেল মেসি, সে নিয়ে সন্দেহ রয়েছে। তবে মেসি যদি খেলেন, সেক্ষেত্রে বেশ কিছু রেকর্ড ভাঙার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই বিশেষ রেকর্ড।
২০১৮ বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর এর ফলে ৩৩ বছর বয়সে বরিষ্ঠতম ফুটবলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছিলেন তিনি। সেক্ষেত্রে ২০২৬ সালে ৩৮ বছর বয়সে পা রাখতে চলা মেসি যদি আসন্ন বিশ্বকাপে হ্যাটট্রিক করেন, সেক্ষেত্রে রোনাল্ডোর রেকর্ড ভাঙবেন তিনি।
তবে শুধু মেসি নন, ২০২৬ বিশ্বকাপে পর্তুগালের হয়ে নামার জন্য মুখিয়ে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০২২ সালে মেসি নিজের স্বপ্নপূরণ করলেও রোনাল্ডো এখনও সেই স্বাদ পাননি। ফলে মার্কিন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় হতে চলা ফিফা বিশ্বকাপে শেষবারের মত হয়ত দুই মহারথীকে দেখা যেতে পারে।