নর্থইস্টের বিরুদ্ধে ম্যাচ আমাদের কাছে প্রমাণ করার মঞ্চ, বার্তা মহামেডান কোচ মেহরাজউদ্দিনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কলিঙ্গ সুপার কাপে কী দল নামাবে, আদৌ খেলবে কিনা, সে নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু শেষ অবধি, বুধবার ভুবনেশ্বরে সুপার কাপ খেলার জন্য রওনা দিতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। কলকাতা লিগ ও রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের তরুণ ফুটবলার এবং আইএসএলের অভিজ্ঞ ফুটবলারদের মিশেলে সুপার কাপের দল গড়েছে মহামেডান।
বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামবে সাদা-কালো ব্রিগেড। তার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন মহামেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। তিনি বলেছেন, "নর্থইস্টের বিরুদ্ধে বেশ ভালো লড়াই হবে আমাদের। সুপার কাপে এটিই আমাদের প্রথম ম্যাচ, কিন্তু সত্যিটা এটাই যে আমরা দীর্ঘদিন অনুশীলন করিনি। গত তিন দিন আমরা অনুশীলন করেছি মাত্র। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সংমিশ্রণে আমরা সুপার কাপ খেলতে যাচ্ছি।"
এদিকে লগ্নিকারী সংস্থা ও বেতন সংক্রান্ত সমস্যা যে রয়েছে, তা লুকিয়ে রাখতে চাননি মেহরাজ। তিনি বলেছেন, "ক্লাবের পরিস্থিতি আপনাদের সকলের কাছে পরিষ্কার। আমাদের ক্লাবে বেশ কিছু সমস্যা হয়েছে। তবে এটি প্রথম নয় যে আমাদের ক্লাবে সমস্যা হয়েছে। আমি ভারতীয় ফুটবলে দীর্ঘদিন রয়েছি, আমি ক্লাবগুলিতে এই ধরণের সমস্যা আগেও দেখেছি। তবে ম্যানেজমেন্ট চেষ্টা করছে সেই সমস্যাগুলিকে দূর করার।"
প্রতিপক্ষ নর্থইস্টকে সমীহ করে মেহরাজ বলেছেন, "নর্থইস্ট খুব ভালো দল, ওরা আইএসএল জেতার অন্যতম দাবিদার ছিল। ওরা ডুরান্ড কাপ জিতেছে, আইএসএলের প্লে-অফসে খেলেছে। আমাদের বিরুদ্ধে ওরা নিজেদের পূর্ণশক্তি নিয়ে নামবে। তবে ওরা জানে যে আমরা খুব সহজ প্রতিপক্ষ হব না। তবে আমাদের ফোকাসড থাকতে থাকে ৯০ মিনিট অবধি। আর নিজেদের প্রমাণ করতে চাইব আমরা।"
এদিকে মেহরাজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, একা ফরোয়ার্ড মার্ক আন্দ্রে স্মারবক নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে খেলবেন।