এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত মাসে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়ালের ঘরের মাটিতে রিয়াল মাদ্রিদকে ৪-০ ফলে হারায় এফসি বার্সিলোনা। পিয়ের এমরিক অবামেয়াংয়ের জোড়া গোল এবং রোনাল্ডো আরাউজো ও ফেরান টোরেসের গোলে ৫০ মিনিটেই ৪-০ ফলে এগিয়ে যায় বার্সা।
তবে বার্সিলোনার এই এল ক্লাসিকো জয়কে অঘটনের তকমা দিয়ে বসলেন সেই ম্যাচে রিয়াল মাদ্রিদের গোলকিপারের ভূমিকা পালন করা থিবো কুর্তোয়া। বেলজিয়ান এই তারকা মনে করেন, একটি নিছক দুর্ঘটনার ফল হিসেবে উঠে এসেছে এটি।
এল ক্যাপিটানের সাথে সাক্ষাৎকারে কুর্তোয়া বলেন, "খুবই খারাপ রাত ছিল আমাদের জন্য, কিন্তু আমরা দ্রুত ঘুরে দাঁড়াই, কারণ আপনাকে এই ধরণের হার নিয়ে বেশি ভাবা উচিতই নয়। আমি হতাশ, অবশ্যই, কিন্তু আমার মনে হয় পরিষ্কার হয়েছিল যে এই হারের অতীত ও ভবিষ্যৎ রয়েছে। যদি আমাদের ফলাফল ও পারফর্মেন্স দেখেন, এটি একটি অঘটন ছিল।"
সেই এল ক্লাসিকোয় হারটি রিয়াল মাদ্রিদের চলতি লা লিগায় মাত্র তৃতীয় হার, এবং এখনও অবধি লা লিগায় শীর্ষস্থানেই রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।