এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন দুই টেস্ট ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। আর এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সৌরভ কুমার। আর স্বভাবতই প্রশ্ন উঠছে, কে এই অখ্যাত ক্রিকেটার?
উত্তরপ্রদেশের ২৭ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার সৌরভ কুমার দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে খেলছেন। ৪৪টি প্রথম শ্রেণীর ম্যাচে, ২৩.৪৪ গড়ে ১৯২ উইকেট তুলেছেন সৌরভ। ১৬ বার পাঁচ উইকেট তুলেছেন সৌরভ, এর মধ্যে ১২টিই এসেছে গত দুই মরশুমে।
এছাড়া ব্যাট হাতেও বেশ কার্যকরী সৌরভ। প্রথম শ্রেণীতে দুটি শতরান সহ ব্যাটিং গড় ৩০ এর সামান্য নীচে। আর এর জেরে বোলিং অলরাউন্ডার হিসেবে ভারতীয় দলে বড় যোগদান রাখতে পারেন সৌরভ।
আইপিএলেও সুযোগ পেয়েছেন এই সৌরভ কুমার। ২০১৭ আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে ছিলেন সৌরভ, যে দলে মহেন্দ্র সিং ধোনি ও স্টিভ স্মিথের মত মহাতারকারা ছিলেন।
এছাড়া উত্তরপ্রদেশে সুরেশ রায়নার অধিনায়কত্বে খেলেছেন। সদ্য ২০২১ সালে ইংল্যান্ড সফরে ভারতের নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন সৌরভ। এবারের আইপিএল নিলামে পাঞ্জাব কিংসে সুযোগ পেয়েছেন সৌরভ।