এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ডুরান্ড কাপের মেগা ডার্বির আগে সহজ জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৬-০ গোলে জয়ী জোসে মোলিনার মোহনবাগান। সিনিয়র দলের একাধিক ফুটবলারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিলেন মোলিনা। কোচের জন্মদিনে দৃষ্টি নন্দন ফুটবল উপহার মোহনবাগান ফুটবলারদের। বড় জয়ের সুবাদে গ্রুপ শীর্ষে চলে গেল সবুজ-মেরুন ব্রিগেড।
এদিন ৩-৫-২ ফর্মেশনে দল সাজান মোলিনা। উপরে জেসন কামিংস এবং সুহেল ভাটকে রেখে মাঝমাঠে আপুইয়া, অভিষেক, সাহাল এবং দুই প্রান্তে লিস্টন এবং মনবীর শুরু করান সবুজ মেরুন হেড কোচ। অন্যদিকে ডিফেন্সে টম অলড্রেড এবং শুভাশিসের সঙ্গে শুরু করেন দীপক টাংরি।
প্রথমার্ধের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে মোহনবাগান। জেসন কামিংস, আলবার্তো রড্রিগেজ এবং লিস্টনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এদিন শুরু থেকেই চেনা ছন্দে খেলতে দেখা যায় জেসন কামিংসকে। মাঝমাঠে আপুইয়া-সাহালদের দৃষ্টি নন্দন ফুটবল অনেকটাই সহজ করে দেয় কামিংসের খেলা।
দ্বিতীয়ার্ধেও অপেক্ষাকৃত দুর্বল এয়ারফোর্স দলের উপর আক্রমণের চাপ বাড়াতে থাকেন কামিংস-সুহেল-লিস্টনরা।
এরপর পরিবর্ত হিসাবে নামা অনিরুদ্ধ থাপা বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করে সবুজ মেরুন ব্রিগেডের গোল ব্যবধান বাড়ান। পঞ্চম গোলটি করেন জেসন কামিংস।
অন্যদিকে এই ম্যাচেই প্রত্যাবর্তন ঘটে আশিক কুরুনিয়নের। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর মাঠে নেমে আশিকের পুরনো ঝলক দেখার সুযোগ পান সমর্থকেরা।
তবে এদিন আরও গোল হতে পারতো সুহেলের একাধিক গোলের সুযোগ নষ্ট এবং সাহাল ও আলবার্তোর শট পোস্টে লাগার কারণে তা হয়নি।
তবে ম্যাচের শেষ সময় পরিবর্ত ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ষষ্ঠ গোলটি করেন। ৬-০ গোলে জয়ী মোহনবাগান।