ক্যালিফোর্নিয়ার এই মাঠেই হবে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সের ক্রিকেট ইভেন্ট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১২৮ বছর পর আবারও ক্রিকেট ফিরছে অলিম্পিক্সে। আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে টি২০ সংস্করণে হবে এই ক্রিকেট ইভেন্ট। মঙ্গলবার ২০২৮ অলিম্পিক্সে ক্রিকেট ইভেন্টের জন্য মাঠ ঘোষণা করা হল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারগ্রাউন্ডসের মাঠে হবে সকল খেলা।
এই নিয়ে আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছেন, "যদিও ক্রিকেট অত্যন্ত জনপ্রিয় খেলা, এটি একটি দুর্দান্ত সুযোগ যেখানে অলিম্পিক্সে ক্রিকেটের এই দ্রুতগতির ফর্ম্যাটের উত্তরণ ঘটবে এবং নতুন দর্শকদের টানবে। আইসিসির তরফ থেকে, আমি আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটিকে ধন্যবাদ জানাতে চাই এবং আসন্ন অলিম্পিক্সে তাদের সাথে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে সফল দেখতে চাই।"
View this post on Instagram
১২৮ বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফিরলেও এর আগে একাধিক মাল্টি-স্পোর্টস প্রতিযোগিতায় ক্রিকেট খেলা হয়েছে। ২০১০, ২০১৪ ও ২০২৩ এর এশিয়ান গেমসে পুরুষ ও মহিলা ক্রিকেট প্রতিযোগিতা খেলা হয়েছে। এদিকে ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের টি২০ প্রতিযোগিতা খেলা হয়েছে।
লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ছয়টি দল করে পুরুষ ও মহিলা টি২০ প্রতিযোগিতা খেলা হবে, যেখানে প্রতিটা দল সর্বোচ্চ ১৫ জন ক্রিকেটার নিয়ে যেতে পারবে। গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যকরী বোর্ডের বৈঠকে ফর্ম্যাটটি ঠিক করা হয়েছে।