আগে থেকে উদযাপন করতে গিয়ে সোনার পদক হারালেন ভারতীয় অ্যাথলিট, দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক পর্যায়ে সোনার পদক জেতা একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল, কিন্তু এই বোকামির জন্য জেতা পদক হাতছাড়া করলেন ভারতীয় অ্যাথলিট নীতিন গুপ্তা। সৌদি আরবে অনুর্ধ্ব-১৮ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৫০০০ মিটার রেসওয়াক ফাইনালে আগে থেকে সেলিব্রেশন করার জন্য নিশ্চিত সোনার পদক হারালেন উত্তরপ্রদেশের এই অ্যাথলিট।
কার্যত পুরো দৌড়টায় এগিয়ে ছিলেন নীতিন। কিন্তু শেষ ৫০ মিটার আসতে আগে থেকে সেলিব্রেশন করতে শুরু করেছিলেন তিনি। এমন সময়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের জু নিনঘাও এগিয়ে এসে টপকে যান নীতিনকে। আগে থেকে সেলিব্রেশন করার ফলে মাত্র ১ মাইক্রো সেকেন্ডের জন্য নিশ্চিত সোনার পদক হাতছাড়া করেন নীতিন।
সোনার পদক জিততে নিনঘাও ২০ মিনিট ২১.৫০ সেকেন্ড নিলেন, আর ২০ মিনিট ২১.৫১ সেকেন্ডে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীতিন। এই চ্যাম্পিয়নশিপে নীতিনের রুপোর পদক ভারতের প্রথম পদক।
???? Nitin Gupta wins India’s 1st medal at U-18 Asian Athletics Championships 2025! ????????????
— nnis Sports (@nnis_sports) April 16, 2025
The youngster from Uttar Pradesh bags silver in the 5km Racewalk, clocking 20:21.51s — missing gold by just 0.01s in a nail-biting finish against China’s Zhu Ninghao! ????
Nitin recently… pic.twitter.com/GW52xeueGa