আইপিএলকে টেক্কা দিতে ৬০০০ কোটি টাকার ক্রিকেট লিগ তৈরির কাজ চলছে এই দেশে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ হল আইপিএল। অর্থ হোক বা তারকাদের সমাহার - প্রতি বছরই আইপিএলের মান যেন আকাশকে টপকে যায়। বিশ্বের তাবড় তাবড় স্পোর্টস লিগের সাথে টেক্কা দিচ্ছে আইপিএল। তবে এবার আইপিএলকে টেক্কা দিতে ৬০০০ কোটি টাকার ক্রিকেট লিগ আনতে চলেছে এমন এক দেশ, যাদের ক্রিকেটগত ভূমিকা তেমন নেই বললেই চলে।
অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম দ্য এজ এর রিপোর্ট অনুযায়ী, ভারতীয় মুদ্রায় প্রায় ৬০০০ কোটি টাকায় সৌদি আরবে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চালু করার পরিকল্পনা করছেন নীল ম্যাক্সওয়েল, যিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন বোর্ড সদস্য এবং বর্তমানে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের ম্যানেজার। এই বিপুল অর্থ বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সস্থা এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টস।
রিপোর্ট অনুযায়ী, টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে এই লিগ চালু করার পরিকল্পনা করা হচ্ছে। টেনিসে যেমন চারটি গ্র্যান্ড স্ল্যাম হয়, তেমনই এই লিগও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে খেলা হবে, যার ফাইনাল হবে সৌদি আরবে। এই নিয়ে ইতিমধ্যেই আইসিসির সাথে কথা বলছে সৌদি ক্রিকেট সংস্থা। তবে শুধু পুরুষদের নয়, মহিলাদের ক্রিকেট লিগও আনার পরিকল্পনা রয়েছে।