আসছে বেঙ্গল প্রো টি২০ লিগের দ্বিতীয় সংস্করণ, ঘোষণা সিএবির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সফল প্রথম সংস্করণের পর এবার ফের আসতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ। পুরুষ ও মহিলা ক্রিকেটে বাংলার ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের দ্বিতীয় সংস্করণের ঘোষণা করল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তবে গতবারের মত এবারের সূচিতে বদল আসছে।
গতবার যেমন মহিলা ও পুরুষ প্রতিযোগিতা এক সাথে চলেছিল, এবার তার অন্যথা হচ্ছে। আগামী ১৬ মে থেকে ৪ জুন হবে মহিলাদের লিগ, তারপর ৪ জুন থেকে ২১ জুন অবধি চলবে পুরুষদের লিগ।
এই নিয়ে সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি বলেছেন, "আমাদের ঘরোয়া ক্যালেন্ডারে বেঙ্গল প্রো টি২০ লিগ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। আমাদের ফ্র্যাঞ্চাইজিদের সহযোগিতায়, আমরা আশাবাদী যে দ্বিতীয় মরশুমের আরও উত্তরণ ঘটবে এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য বিশ্বমানের অভিজ্ঞতা নিয়ে আসবে।"
গতবারের মত এবারেও ৮টি ফ্র্যাঞ্চাইজি দল বাংলার বিভিন্ন জেলার হয়ে খেলবে। লাক্স শ্যাম কলকাতা টাইগার্স, সোবিস্কো স্ম্যাশার্স মালদা, মুর্শিদাবাদ কিংস/কুইন্স, রাশ্মি মেদিনীপুর উইজার্ডস, শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স, সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স, হারবার ডায়মন্ডস ও অ্যাডামাস হাওড়া ওয়ারিয়র্স হল এই আটটি ফ্র্যাঞ্চাইজি। গতবার পুরুষদের লিগে যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছিল মুর্শিদাবাদ কিংস ও সোবিস্কো স্ম্যাশার্স মালদা এবং মহিলাদের লিগে চ্যাম্পিয়ন হয়েছিল লাক্স শ্যাম কলকাতা টাইগার্স।