এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে অসাধারণ ছন্দে রয়েছে পাকিস্তান। টি২০ বিশ্বকাপের সুপার ১২ পর্বের গ্রুপ ২ এ ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে হারিয়ে সেমি ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান। আর এই টুর্নামেন্টে বেশ ভালো পারফর্ম করেছেন পাক অধিনায়ক বাবর আজম। ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন বাবর।
কিন্তু ভারতের বিরুদ্ধে ১০ উইকেটে জয়ের সময়ে বাবরের মা ছিলেন ভেন্টিলেশনে, এমনই চাঞ্চল্যকর তথ্য দিলেন বাবা আজম সিদ্দিকি। শনিবার নিজের ইনস্টাগ্রামে আজম এই কথা জানায়। বলা ভালো, ভারতের বিরুদ্ধে ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাবরের পিতা। আর ২৯ বছর পর ভারতের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়ে আনন্দে কাঁদেন আজম।
নিজের ইনস্টাগ্রামে আজম লিখেছেন, "সময় এসেছে আমার দেশকে কিছু সত্যি কথা বলার। তিন ম্যাচেই জয় পাওয়ার জন্য আপনাদের সকলকে অভিনন্দন। আমাদের বাড়িতে খুব বড় লড়াই চলছিল। ভারতের বিরুদ্ধে ম্যাচের দিন, বাবরের মা ভেন্টিলেটরে ছিল। বাবর তিনটি ম্যাচই প্রচন্ড চিন্তায় খেলেছে। আমি এখানে আসতে চাইনি। হয়ত এমনটা হওয়ারই ছিল, কিন্তু আমি এসেছিলাম যাতে বাবর দূর্বল না হয়ে পড়ে, ঈশ্বরের আশীর্বাদে ও এখন ভালো আছে।"
এই প্রথমবার, কোনও বিশ্ব ইভেন্টে পাকিস্তানের অধিনায়কত্ব করছেন বাবর, এবং অভিষেকেই চমকে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বকে। এরপর নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তান দলকে। আশা করা হচ্ছে, গ্রুপের শীর্ষে থেকেই সেমি ফাইনালে যাবে তারা।