এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আধুনিক যুগে প্রতিটি খেলায় প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ক্রিকেটেও ডিআরএস সহ একাধিক প্রযুক্তিগত বিষয় সামনে এসেছে। এবার ক্রিকেটের সাথে জুড়ল নতুন এক প্রযুক্তি, যার নাম ইলেকট্রা।
আরও পড়ুন - টেস্ট দলে না থাকলেও কোহলির পাশে ডাগআউটে রিংকু! কি পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের?
চলতি বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স ম্যাচে নতুন ধরণের এই স্টাম্পের উদ্বোধন করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন ও প্রাক্তন অজি অধিনায়ক মাইকেল ওয়া। কিন্তু কি কাজ এই স্টাম্পগুলির?
খেলায় বিশেষ কোনও ঘটনা ঘটলে সেই অনুযায়ী বিশেষ ধরণের আলো জ্বলবে এই স্টাম্পে। যেমন কোনও ব্যাটার আউট হলে স্টাম্পের রঙ লাল হয়ে যাবে। বাউন্ডারি বা ছয় হলে আবার আলোর রঙ আলাদা হবে। নো বল হলে আবার লাল-সাদা মিশেলের আলো দেখা যাবে। এতে শুধু জাঁকজমক ভাবটাই থাকবে না, আম্পায়ারদের সুবিধার্থেও ব্যবহৃত হবে এই স্টাম্প। এদিকে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ইনিংসের বিরতিতে বেগুনি ও নীল রঙের কারিকুরিও থাকবে।
আরও পড়ুন - কীভাবে খেলার জগতে এলেন মিডফিল্ড জেনারেল মেহতাব?
তবে সবার আগে এই স্টাম্পের দেখা এসেছিল মেয়েদের বিগ ব্যাশ লিগে। এবার পুরুষদের লিগেও এই স্টাম্পের দেখা মিলল। আশা করা যায়, আগামী দিনে আইপিএল সহ আরও ফ্র্যাঞ্চাইজি লিগে এই স্টাম্পের ব্যবহার দেখা যাবে।