IPL 2024 Auction: এই ৫ বিদেশিকে নেওয়ার জন্য বিডিংয়ের ঝড় তুলবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার দুবাইয়ে হতে চলেছে বহু প্রতীক্ষিত ২০২৪ আইপিএল এর নিলাম। প্রসঙ্গত আইপিএলের ইতিহাসে এই প্রথমবার ভারতের বাইরে হতে চলেছে এই নিলাম। মোট ৩৩৩ জন ক্রিকেটার নিলামে উঠবেন যার মধ্যে মোট ৭৭ জন ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন আইপিএলে। ৩৩৩ জন ক্রিকেটারের মধ্যে ২১৫ জন ক্রিকেটার আন ক্যাপড। বিশ্বক্রিকেটের বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিজেদের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। চলুন দেখেনি যে ৫ জন ক্রিকেটারকে নেওয়ার জন্য আইপিএলের দলগুলির মধ্যে বিডিংয়ের ঝড় উঠতে চলেছে।
ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) (২ কোটি) -অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ওডিআই ফর্ম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন। শেষ দুই বছরে ৫৫০ এবং ৫৭০ রান করেছেন হেড। ২০২৩ বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর ব্যাটিং-এ ভর করেই অস্ট্রেলিয়া জিতেছে তাদের ষষ্ঠ বিশ্বকাপ। ফাইনালে ভারতের বিরুদ্ধে তিনি করেছিলেন ১৩৭ রান। ২০১৬-১৭ মরশুমে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সেভাবে পারফর্ম না করতে পারলেও খবর অনুযায়ী, সানরাইজার্স হায়দরাবাদ দল অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটারকে নিজেদের দলে নিতে পারে। সানরাইজার্স দলের হাতে মোট ৩৪ কোটি টাকা এবং তিনটি বিদেশি স্লট রয়েছে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ৩২.৭০ কোটি টাকা এবং ৪টি বিদেশি স্লট। হেড ওপেনিং ব্যাটারের পাশাপাশি মিডল অর্ডারেও সমান দক্ষতার সাথে খেলতে পারেন। তাই কেকেআরও হেডকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ ২০২৪-এ আদৌ অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত শর্মা?
মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) (২ কোটি)- ৮ বছর পর আবার আইপিএলে ফিরতে চলেছেন অস্ট্রেলিয়ার স্পিড স্টার মিচেল স্টার্ক। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৪ এবং ২০১৫ আইপিএলে ২৭ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছিলেন। স্টার্কের লাইন-লেন্থ এবং গতি তাঁকে ২০২৪ আইপিএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ করে তুলেছে। ২০২৩ বিশ্বকাপে মোট ১৬টি উইকেট পেয়েছিলেন স্টার্ক, সেমিফাইনাল এবং ফাইনালে তাঁর অনবদ্য বোলিং অস্ট্রেলিয়া দলের জয় অনেক সহজ করে দিয়েছিল। সাউদি এবং লোকি ফার্গুসনকে বাদ দেওয়ার কারণে মনে করা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স স্টার্কের জন্য ঝাঁপাতে পারে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স দল ১৭.৭৫ কোটি টাকা খরচ করতে পারবে এবং ৪ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। জসপ্রীত বুমরাহের সঙ্গী হিসাবে স্টার্ককে দেখলে অবাক হবেন না।
রচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) (৫০ লক্ষ)- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সকলের নজর কেড়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রচিন রবীন্দ্র। অভিষেক বিশ্বকাপেই তিনি ভেঙেছেন একাধিক রেকর্ড। ব্যাট হাতে করেছেন ৫৭৮ রান এবং বল হাতে পেয়েছেন ৫টি উইকেট। বাঁহাতি এই অলরাউন্ডারকে নেওয়ার চেষ্টা করতে পারে রাজস্থান রয়্যালস। ১৪.৫০ কোটি টাকা বাজেট এবং চারটি বিদেশি স্লট হাতে রয়েছে রাজস্থানের। একজন স্পিন বোলিং অলরাউন্ডারের খোঁজে রয়েছে রাজস্থান এবং নিউজিল্যান্ডের এই উঠতি তারকা তাদের জন্য শ্রেষ্ঠ বিদেশি হতে পারেন।
আরও পড়ুন- আইপিএল ২০২৪ নিলামে কোন ৫ আনক্যাপড খেলোয়াড় নজর কাড়বেন?
ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) (১.৫০ কোটি)- বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম শ্রেষ্ঠ বোলার হলেন হাসারাঙ্গা। শেষ দুই টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রেষ্ঠ বোলার ছিলেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগেও তাঁর পারফর্মেন্স সকলের নজর কেড়েনিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ২৬ ম্যাচে ৩৫টি উইকেট নিয়েছেন তিনি। খবর অনুযায়ী, আসন্ন নিলামে হাসারাঙ্গাকে দলে নেওয়ার জন্য দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে বিডিংয়ের যুদ্ধ হতে পারে।
জেরাল্ড কোয়েটজি (দক্ষিণ আফ্রিকা) (২ কোটি)- আসন্ন আইপিএলে অভিষেক হতে চলেছে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার কোয়েটজির। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ২৩ বছর বয়সী এই স্পিডস্টার ৬.২৩ ইকোনমি রেটে দক্ষিণ আফ্রিকার হয়ে ২০টি উইকেট নিয়েছেন। গতির পাশাপাশি বাউন্সের তারতম্য কোয়েটজির অন্যতম অস্ত্র। কোয়েটজিকে দলে নিতে বেশ কিছু দল ঝাঁপাতে পারে। একদিকে যেমন চেন্নাই সুপার কিংস তরুণ পেস বোলারের খোঁজে রয়েছে, অন্যদিকে আরসিবির নতুন কোচ অ্যান্ডি ফ্লোয়ারের তত্ত্বাবধানেও খেলতে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার এই তরুণ বোলারকে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স যদি স্টার্ককে না পায় সেক্ষেত্রে কোয়েটজিকে দলে নেওয়ার চেষ্টা করবে।