এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে ভারতীয় দলের উদীয়মান তারকা রিংকু সিংকে টেস্ট দলের সঙ্গে দেখা গিয়েছে। বিরাট কোহলির পাশে বসে ভারতীয় ডাগআউটে দেখা গিয়েছিল রিংকুকে। তিনি ভারতীয় টেস্ট জার্সি পরেছিলেন। জানা গিয়েছে, প্রথম দিন থেকেই ভারতীয় টেস্ট দলের সঙ্গে ছিলেন রিংকু।
আরও পড়ুন: কীভাবে খেলার জগতে এলেন মিডফিল্ড জেনারেল মেহতাব?
দক্ষিণ আফ্রিকায় টি-২০ সিরিজে রিংকুর দুর্দান্ত পারফরম্যান্স সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশেষ করে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর দুর্দান্ত ৩৯ বলে ৬৮ রান, ভারতকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করে। এই সফরে তাঁর একদিনের ক্রিকেটেও অভিষেক হয়। সেখানেও রিংকু সিং সিরিজের নির্ণায়ক ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই ম্যাচে জয়সূচক ৩৮ রান করে কেএল রাহুলের নেতৃত্বাধীন ভারত ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট রিংকু সিংকে ভারতীয় ক্রিকেটের একজন সম্ভাব্য সুপারস্টার হিসেবে দেখছে। টি-২০ ও ওডিআই ক্রিকেটের পাশপাশি টেস্ট দলের সঙ্গে তাঁর উপস্থিতি সব ফরম্যাটে তাঁর খেলার ইঙ্গিত দেয়।