এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অপব্যবহারকারী অর্থাৎ কুরুচিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে সোচ্চার হলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার তাবরাইজ শামসি। ঠিক কী হয়েছিল? জানুন বিস্তারিত
আরও পড়ুন- রাজনীতিতে এলে সমাজে কী বদল আনবেন? উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি
শামসি মূলত তার উইকেট পাওয়ার পর সেলিব্রেশনের জন্য বিখ্যাত। জুতো নিয়ে হাতে ফোনের মত ধরে সেলিব্রেশন করেন তিনি। সম্প্রতি ভারত- দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবের উইকেট নেওয়ার পর এই সেলিব্রেশন দেখান শামসি। এবং দক্ষিণ আফ্রিকার দলের কাছে এই উইকেটটি ছিল খুবই গুরুত্বপূর্ণ উইকেট। উইকেট পাওয়ার দরুন এই সেলিব্রেশন দেখানোর জন্য কিছু দর্শকের কাছে তা আপত্তিকর বলে মনে হয়। যার ফলে কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে যায় শামসির বিরুদ্ধে।
শামসিও এর প্রতিবাদ করেছেন। তবে তিনি বলতে চেয়েছেন, কাউকে অসম্মান করার জন্য এই সেলিব্রেশন করেন না। সেই কারণেই তিনিও নিন্দাকারীদের বিরুদ্ধে পাল্টা ক্ষোভ উগরে দিয়েছেন।