ব্যান হল শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল! কিন্তু কেন?

Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সোমবার সকালে ভারতের ইউটিউব ব্যবহারকারীরা পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করতে পারেননি। ভারতের তরফ থেকে বেশ কিছু পাকিস্তানি অ্যাকাউন্ট নিষিদ্ধ করার সিদ্ধান্তের পর এই ঘটনা ঘটে। যার পর সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়। যদিও সরকারী তালিকায় শোয়েব আখতারের চ্যানেলের নাম নেই, তবুও ইউটিউব ও অ্যাপে তাঁর চ্যানেল অনুসন্ধান করে পাওয়া যায়নি। যদিও তার আগের আপলোড করা ভিডিওগুলি এখনো ইউটিউবে দেখা যাচ্ছে, কিন্তু চ্যানেলটি সরাসরি অ্যাক্সেসযোগ্য নয়।
ভারতে শোয়েব আখতার অন্যতম জনপ্রিয় পাকিস্তানি ক্রীড়া ব্যক্তিত্ব, যিনি গত কয়েক বছরে বিভিন্ন স্পোর্টস ও মিডিয়া প্ল্যাটফর্মে ক্রিকেট বিষয়ক আলোচনায় নিয়মিত অংশ নিয়েছেন।
শুধু শোয়েব আখতার নয়, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ এবং বাসিত আলির ইউটিউব চ্যানেলগুলিও ভারতে দেখা যাচ্ছে না। এসব চ্যানেলও সরকারী ব্লক তালিকায় নেই, তবুও ভারতে সেগুলির ভিজিবিলিটি বন্ধ হয়েছে।
কিছু অ্যাকাউন্ট, যেগুলি সরকারীভাবে প্রকাশিত ব্লক তালিকায় রয়েছে, সম্পূর্ণভাবে সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে কিছু চ্যানেলের পুরনো ভিডিও এখনো ইউটিউবে দৃশ্যমান। শোয়েব আখতারের চ্যানেল সরকারী তালিকা থেকে ভুলবশত বাদ পড়েছে কিনা বা নতুন কোনো তালিকা প্রকাশ করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ২২ এপ্রিল ঘটে যাওয়া সন্ত্রাসবাদী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন (অধিকাংশই পর্যটক)। এরপরেই ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার বিবিসিকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে, যেখানে পহেলগাঁও ট্রাজেডির প্রতিবেদন কভার করার সময় সন্ত্রাসীদের "মিলিটেন্ট" বলে উল্লেখ করার বিরুদ্ধে আপত্তি জানানো হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, "স্বরাষ্ট্র মন্ত্রকের সুপারিশের ভিত্তিতে ভারত সরকার পাকিস্তানি ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ করেছে, কারণ এগুলি উস্কানিমূলক এবং সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল কনটেন্ট, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য এবং ভারতের সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে প্রচার করছিল।"
যে ইউটিউব চ্যানেলগুলি নিষিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে, সেগুলি হলো: ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বল নিউজ, রফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।