ফার্স্ট ডিভিশন লিগের সেমি ফাইনালে উঠল ইস্টবেঙ্গল

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সিএবির ফার্স্ট ডিভিশন লিগে তরতরিয়ে এগোচ্ছে ইস্টবেঙ্গল। কোয়ার্টার ফাইনালে শ্যামবাজার ক্লাবকে ৮ উইকেটে হারিয়ে সেমি ফাইনালে যোগ্যতা অর্জন করল লাল-হলুদ ব্রিগেড।
দেশবন্ধু পার্কে প্রথমে ব্যাট করে ৫৪ ওভারে শ্যামবাজার মাত্র ১৭৯ রান তুলতে পারে। ইস্টবেঙ্গলের হয়ে ৩টি করে উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল ও কনিষ্ক শেঠ।
জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে সেই রান ২৮.৪ ওভারে তুলে নেয় ইস্টবেঙ্গল। অপরাজিত ৭০ রান করে লাল-হলুদ বাহিনীকে ম্যাচ জেতান অভিষেক দাস। এছাড়া সাত্যকি দত্ত (৫০) ও ঋত্বিক চ্যাটার্জি (৪৪) ঝোড়ো ব্যাটিং করে ইস্টবেঙ্গলকে জয়ের সরণীতে আনে। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হন কনিষ্ক শেঠ।