মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকাকে ব্যাট হাতে তাড়া করলেন ধোনি! দেখুন ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের তথাকথিত এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই সফলতম ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। তার আগে নিজেদের মধ্যে খুনসুটিতে মাতলেন মুম্বাইয়ের দীপক চাহার ও চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচের আগে নেট সেশনে যখন ধোনি ব্যাট করতে যাচ্ছিলেন, সেই সময়ে তাকে পিছন থেকে খোঁচা মারেন দীপক চাহার। এমন সময়ে ব্যাট হাতে তাকে তাড়া করেন ধোনি। যার পর দুজনে কোলাকুলি করে নিজেদের মধ্যে আড্ডা মারতে থাকেন। চেন্নাই সুপার কিংসের তরফ থেকে প্রকাশিত এই মজার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Making merry with Namma Cherry! ????✨#MIvCSK #WhistlePodu ???????? pic.twitter.com/Ooevfs9Img
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2025
ধোনি ও চাহারের মধ্যে এই খুনসুটির সম্পর্ক নতুন নয়। মুম্বাইয়ে চলতি আইপিএলে যোগ দেওয়ার আগে দীর্ঘ ৭ বছর ধোনির অধীনে চেন্নাইয়ে খেলেছিলেন দীপক চাহার। সেখানে ভালো পারফর্ম করে জাতীয় দলে ডাকও পেয়েছিলেন তিনি। একাধিক সাক্ষাৎকারে চাহার জানিয়েছেন ধোনির প্রতি তার কৃতজ্ঞতার কথা। সেই ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে রবিবার বল করতে নামবেন এই পেসার।