ন্যায্য বেতন না পাওয়ার অভিযোগ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আক্রমণ অজি তারকার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২৪ সালের এপ্রিল মাসে পাকিস্তান জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রখ্যাত পেসার জেসন গিলেস্পি। কিন্তু সেই দায়িত্ব পালন করার পরও বেশ কয়েক মাসের বেতন পাননি, যা নিয়ে সর্বসমক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিশানা করলেন গিলেস্পি।
পাকিস্তানের এক ইউটিউব চ্যানেলে এসে গিলেস্পি জানিয়েছেন, "আমি এখনও আমার কাজের জন্য প্রাপ্য বেতন পাওয়ার অপেক্ষায় রয়েছি। তাই আমি সেটি পাওয়ার চেষ্টা করে চলেছি। সত্যি বলতে গেলে, এই ধরণের বিষয়গুলো বেশ হতাশাজনক, তবে আশা করি দ্রুত এসবের সমাধান হবে। আশা করছি, ওরা দ্রুত শিক্ষা নেবে।"
"Still waiting on some remuneration from PCB..." ????
— PakPassion.net (@PakPassion) April 19, 2025
Jason Gillespie speaks to @SajSadiqCricket about his short-lived stint, Rizwan's selection shocker & why Pakistan cricket is stuck in a cycle of insanity. ????️????
Watch the FULL explosive interview at 7PM PKT! ⏰ pic.twitter.com/JA92HM5Fx3
পাকিস্তানের হেড কোচের দায়িত্বে খুব একটা সফল হননি গিলেস্পি। তার অধীনে বাংলাদেশের বিরুদ্ধে ঘরে টেস্ট সিরিজে ০-২ ফলে হার এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকে ২-১ ফলে জয় পেয়েছিল পাকিস্তান। গত বছরের ডিসেম্বরে বরখাস্ত হন এই প্রাক্তন অজি পেসার।