মিচেল স্টার্ক হতে চাই না আমি! বড় দাবি এই ভারতীয় পেসারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বোলার মিচেল স্টার্ক। বাঁ হাতি এই অজি পেসারের গতি ও দুরন্ত লাইন-লেংথ বিপক্ষের ব্যাটারদের কাছে বিভীষিকা। তবে মিচেল স্টার্ককে আদর্শ হিসেবে মানতে নারাজ ভারতীয় পেসার আভেশ খান।
শনিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরার খেতাব অর্জন করেন লখনউ সুপার জায়ান্টের এই পেসার। কিন্তু ম্যাচ শেষে প্রেজেন্টেশনে এসে আভেশ বলেছেন, "আমি মিচেল স্টার্ক হতে চাই না, আমি ভালো আভেশ খান হতে চাই। আমি প্রতিটা বলে নিজের সেরাটা দিতে চাই এবং ইয়র্কার প্রয়োগ করতে চাই, যা আমার শক্তি। আমার সব সময় মনে হয় বল করার আগে ১০ সেকেন্ড সময় নেওয়া উচিত, এতে আপনি ভালো বল করতে পারবেন।"
শেষ ওভারে রাজস্থানের বিপজ্জনক ব্যাটার শিমরন হেটমায়ারকে আউট করে মাত্র ৯ রান ডিফেন্ড করে লখনউকে জিতিয়েছেন আভেশ। মাত্র ৬ রান দিয়েছিলেন তিনি। সব মিলিয়ে ৪ ওভারে ৩৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন আভেশ, যার মধ্যে হেটমায়ার ছাড়াও রিয়ান পরাগ ও যশস্বী জয়সওয়ালের উইকেট রয়েছে।