আইপিএল খেলার জন্য সাধের মাটন-পিৎজা ১৪ বছরের বৈভব সূর্যবংশী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার নেমে আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন ১৪ বছর বয়সী বাঁ হাতি ব্যাটার বৈভব সূর্যবংশী। বিহারের এই ছোট্ট ছেলেটি আইপিএলে নিজের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে বুঝিয়ে দেন, কেন তিনি এই জায়গায় আসার যোগ্য। তবে আইপিএলের মত বড় জায়গায় আসার জন্য বড়সড় আত্মত্যাগ করতে হয়েছে বৈভবকে।
বৈভবের মত একজন কিশোরের কাছে প্রিয় সুস্বাদু খাবার ছাড়াটা খুব কঠিন। কিন্তু সেই কঠিন কাজটিই করতে হয়েছে বৈভবকে, এমনটাই জানিয়েছেন বৈভবের ছোটবেলার কোচ মানস ওঝা। আজকের দিনে ক্রিকেটারদের উচ্চপর্যায়ে পারফর্ম করতে গেলে ডায়েট চার্ট অনুযায়ী খেতে হয়, ছোট্ট বৈভবকেও সেটাই করতে হয়েছে। যার জন্য প্রিয় খাসির মাংস হোক বা পিৎজা, খেতে পারছেন না বৈভব।
এই নিয়ে এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মানস বলেছেন, "বৈভব এখন মাটন খাওয়া ছেড়ে দিয়েছে। ডায়েট চার্টে এখন আর ওর প্রিয় পিৎজাও নেই। এক সময় মাটন আর চিকেন খেতে খুব ভালোবাসত। ও তো এখনও বাচ্চা। পিৎজা খেতে খুব পছন্দ করত বৈভব। আর সেই জন্যই ওকে একটু গোলগাল দেখায়।"