আর্সেনালের কাছে বিদায় হয়ে নিজের চাকরি ছাঁটাইয়ের চিন্তায় ডুবেছেন আনসেলোত্তি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার আর্সেনালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে ১-২ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই হারের জেরে চাকরি যেতে পারে, তা ভালোমতই বুঝতে পারছেন রিয়াল মাদ্রিদ হেড কোচ কার্লো আনসেলোত্তি।
তবে চাকরি হারানোর বিষয়টিকে স্বাভাবিকই ভাবছেন আনসেলোত্তি। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে ইতালীয় কোচ বলেছেন, "কোচ বদলের সিদ্ধান্ত ক্লাবের। হতে পারে এই বছর, অথবা পরের বছর যখন আমার চুক্তির মেয়াদ শেষ হবে। তাতে আমার কোনো সমস্যা নেই। আমি যখন এখান থেকে বিদায় নেব, তখন ক্লাবকে শুধু ধন্যবাদ দিয়ে যাব। এটা পরের দিন হতে পারে, ১০ দিনের মধ্যে, ১ মাস পরে বা ১ বছর পরে, কিন্তু আমি শুধু ক্লাবকে ধন্যবাদই জানাব। আমার চুক্তি শেষ হচ্ছে কি না, সেটা আমার কাছে কোনো বিষয় নয়।"
২০২৬ সাল অবধি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি শেষ হচ্ছে আনসেলোত্তির। কিন্তু চলতি মরশুমে রিয়ালের পারফর্মেন্স খুব একটা ভালো নয়। চলতি মরশুমে ১২টি ম্যাচে হেরেছে রিয়াল, যার মধ্যে লা লিগার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার চ্যাম্পিয়ন্স লিগেও বিদায়। এখন কোপা ডেল রে জেতার আশাই রয়েছে, তবে ফাইনালে সামনে শক্তিশালী বার্সেলোনা।