চ্যাম্পিয়ন্স ট্রফির অনুষ্ঠানে পিসিবি কর্মকর্তার অনুপস্থিতি! বিতর্কে আইসিসি

Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্কের, যেখানে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্মকর্তাকে মঞ্চে আমন্ত্রণ জানায়নি।
এক প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ, যিনি এই টুর্নামেন্টের পরিচালকও ছিলেন, তিনি দুবাইতে উপস্থিত থাকলেও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
সূত্র মারফত জানা গিয়েছে, "পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে দুবাই যাননি, তবে পিসিবি সিইওকে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে ফাইনাল ও সমাপ্তি অনুষ্ঠানে পাঠানো হয়েছিল।"
এছাড়াও জানায় যে, কোনো ভুল বোঝাবুঝি বা অন্য কোনো কারণে পিসিবির ওই কর্মকর্তাকে মঞ্চে ডাকা হয়নি, যেখানে আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি এবং সচিব দেবজিত সাইকিয়া খেলোয়াড়দের পদক, ট্রফি এবং জ্যাকেট প্রদান করেন।
এছাড়াও শোনা যাচ্ছে যে, পিসিবি সিইও হয়তো আইসিসির অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করতে পারেননি, যার ফলে তাঁকে বাদ রাখা হয়েছিল।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্তানের কোনো প্রতিনিধি মঞ্চে না থাকায় বিষয়টি আরও বিতর্কিত হয়ে উঠেছে।
পিসিবি এই বিষয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চাইতে পারে যে কেন তাদের সিইও-কে সমাপ্তি অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়নি।