একসঙ্গে ফুটবল খেললেন ধোনি ও মেসি! মুহূর্তে ভাইরাল ভিডিও

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: একফ্রেমে ধরা দিলেন দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মেসির সঙ্গে ফুটবল খেললেন ধোনি। আইপিএলের মধ্যেই ভাইরাল ভিডিও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মেসি ফুটবল নিয়ে হালকা জাগলিং দেখাচ্ছেন। কিছুক্ষণ এমনটা করার পরে টোকা দিয়ে মেসি বলটি ধোনির দিকে পাস দেন। ক্রিকেট মাঠে উইকেটকিপিংয়ের জন্য বিখ্যাত ধোনি সেই বলটি নিয়ে জাগলিং করা শুরু করেন। বাইশ গজের ধোনি, যিনি ফুটবলেরও বড় ভক্ত, তিনি মেসির সামনে কিছু ফুটবল স্কিল দেখান। এরপরে তিনিও বলটি মেরে বাইরে বের করে দেন। আসলে এই সম্পূর্ণটাই একটা বিজ্ঞাপন।
ধোনির ফুটবলের প্রতি ভালোবাসার শুরু স্কুল জীবন থেকেই। ক্রিকেটে আসার আগে তিনি তার স্কুল ফুটবল দলে একজন গোলকিপার ছিলেন। ক্রিকেটে আসার পর ফুটবল ছেড়ে দিলেও, ধোনির এই খেলাটির প্রতি ভালোবাসা কখনও ম্লান হয়নি। ভারতীয় ক্রিকেট দলে ম্যাচের আগে ওয়ার্ম-আপ হিসেবে ফুটবল খেলতে দেখা গিয়েছে। এমনকি তিনি বলিউড সেলিব্রিটিদের সঙ্গে একাধিক চ্যারিটি ফুটবল ম্যাচও খেলেছেন। তবে এই দুই মহান ক্রীড়াবিদের এক ফ্রেমে কোলাবোরেশন দেখে ভক্তরা একেবারে অবাক।