এই শর্ত পূরণ করলেই আল নাসেরের সাথে চুক্তিবৃদ্ধি করবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়স বাড়লেও ফর্মে খামতি নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সৌদি আরবে চুটিয়ে ফুটবল খেলছেন পর্তুগিজ মহাতারকা। তবে মরশুম শেষে আল নাসেরের সাথে চুক্তি শেষ হচ্ছে রোনাল্ডোর। যদিও আল নাসের মরিয়া তাকে রেখে দিতে, তবে ক্লাবকে চুক্তিবৃদ্ধির জন্য এই শর্ত রেখেছেন রোনাল্ডো।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার রিপোর্ট অনুযায়ী, আল নাসেরের সাথে আরও এক বছর চুক্তিবৃদ্ধি করতে চলেছেন রোনাল্ডো। তবে শর্ত রয়েছে, আরও এক বছর চুক্তি বাড়ানোর অপশন থাকবে, যেখানে তার পারফর্মেন্স ও চাহিদাকে প্রাধান্য দেওয়া হবে। এছাড়া চুক্তিতে রোনাল্ডোকে ক্লাব ও সৌদি আরবের ফুটবলের দূত ও উন্নয়নকারীর ভূমিকায় পালন করতে দেখা যাবে, যেখানে রোনাল্ডোর ব্যবসায়িক বিষয়ও রয়েছে।
একাধিক রিপোর্ট অনুযায়ী, এই নতুন চুক্তির মূল্য প্রায় ২০০ মিলিয়ন পাউন্ডের কাছাকাছি যেতে চলেছে। এছাড়াও একাধিক রিপোর্ট অনুযায়ী, লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার অধিগ্রহণ নিতে আগ্রহী আল নাসের, সেক্ষেত্রে রোনাল্ডোকে সেই ক্লাবের দূত বা অংশীদার হিসেবে নিয়োজিত করা হতে পারে।