আইসিসিকে টেক্কা বিসিসিআইয়ের! ভারতীয় দলকে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারতীয় দল। কোহলি-রোহিতদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
কোনও আইসিসি খেতাব জিতলে বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রেই ছিল ব্যতিক্রম। গত ৯ই মার্চ নিউজিল্যান্ডকে পরাজিত করে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে ভারতীয় দল। এরপর ভারতীয় দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দেয় বিসিসিআই। কিন্তু সেই বার্তায় ছিল না কোনরকম আর্থিক পুরস্কারের ঘোষণা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর কোনরকম সেলিব্রেশন হয়নি।
বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে জানানো হল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলকে ৫৮ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। টাকার অঙ্কটা চমকে দেবে কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য আইসিসির থেকে যা পুরস্কারমূল্য পেয়েছে ভারতীয় দল তার থেকেও বেশি টাকা বিসিসিআই দিচ্ছে ভারতীয় দলকে।
বিসিসিআই সভাপতি রজার বিনি জানিয়েছেন, "পরপর দুটি আইসিসি খেতাব জিতেছে ভারতীয় দল। এই পুরষ্কার বিশ্ব মঞ্চে ভারতীয় দলের নিষ্ঠা এবং শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয়। পর্দার আড়ালে থাকা সকলের পরিশ্রমের স্বীকৃতি হিসাবে এই আর্থিক পুরস্কার।"