বিরাট কোহলি করলেন 'ইউ ক্যান্ট সি মি'! ছবি শেয়ার করলেন ডব্লুডব্লুই তারকা জন সিনা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ৯০ দশকের ভারতবাসীর কাছে ডব্লুডব্লুই একটি ইমোশন, আর সেখানে জন সিনার নাম শোনেননি, এমন মানুষ খুব কম রয়েছেন। ডব্লুডব্লুই এর ভক্ত রয়েছেন ভারতীয় ক্রিকেটেও, যার মধ্যে অন্যতম বিরাট কোহলি। এবার ডব্লুডব্লুই এর কিংবদন্তি ও ১৬ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনার এই জনপ্রিয় সেলিব্রেশন নকল করলেন কোহলি, যা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন খোদ জন সিনা।
সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির এই সেলিব্রেশনের ভিডিও শেয়ার করা হয়, যার পিছনে মিউজিক হিসেবে জন সিনার থিম সং চালানো হয়। সেই ভিডিও থেকে বিরাট কোহলির একটি স্ক্রিনশট তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন জন সিনা। তবে সেই ছবিও কোনও ক্যাপশন বা বিরাটের নামও নেননি সিনা।
View this post on Instagram
View this post on Instagram
২৩ বছর ডব্লুডব্লুইতে থাকার পর চলতি বছরের শেষে অবসর নিতে চলেছেন জন সিনা। এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতে আসন্ন রেসলমেনিয়ায় বর্তমান ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন কোডি রোডসের বিরুদ্ধে লড়বেন সিনা। আর সেই ম্যাচ জিতলে রেকর্ড ১৭ বার ডব্লুডব্লুই চ্যাম্পিয়ন হবেন সিনা। তার আগে ভারতে ডব্লুডব্লুই ও ক্রিকেত ভক্তদের এই বিশেষ পোস্টের মাধ্যমে খুশি করে দিলেন সিনা।