কলকাতার বিরুদ্ধে নামার আগে নতুন অধিনায়ককে নিয়ে বড় বার্তা দিলেন বিরাট কোহলি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী শনিবার আইপিএল ২০২৫ এর উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে শক্তিশালী দল গড়েছে আরসিবি, সাথে নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন রজত পাতিদার। তবে এই দলে অভিভাবকের ভূমিকা পালন করবেন বিরাট কোহলি, তা বলাই যায়।
সেই কারণে তরুণ রজতকে নিয়ে বেশ আশাবাদী বিরাট। সোমবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ফ্র্যাঞ্চাইজির এক অনুষ্ঠানে বিরাট কোহলি বলেছেন, "রজত আপনাদের দলকে অনেক দিন ধরে নেতৃত্ব দেবেন। তাই যতটা পারেন ওনাকে সমর্থন করুন। উনি একজন অসাধারণ প্রতিভা, দুর্দান্ত ক্রিকেটার। আমরা সবাই সেটা দেখেছি। ওনার উপর বড় দায়িত্ব রয়েছে, আর আমি নিশ্চিত এই দলের দায়িত্ব নিয়ে উনি অনেক কাজ করবেন এবং দলটাকে এগিয়ে নিয়ে যাবেন। নেতা হওয়ার জন্য যা দরকার তার সব কিছু ওনার মধ্যে রয়েছে।"
আর তারপরেই মঞ্চে যখন রজত উঠতে থাকেন, তখন স্টেডিয়ামে উপস্থিত দর্শক তুমুল গর্জন করে তাকে স্বাগত জানান। সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়ে রজত বলেছেন, "বিরাট ভাই, এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো কিংবদন্তিরা আরসিবির হয়ে খেলেছে। আমি ওনাদের দেখেই বড় হয়েছি। ছোটবেলা থেকেই এই দলটাকে ভালবাসি। টি২০ ক্রিকেটের অন্যতম সেরা একটা দলে নতুন দায়িত্ব নিতে পেরে আরও বেশি খুশি।"