নেইমারের প্রাক্তন কোচকে আনতে বড়সড় অর্থ খরচ করতে চলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সদ্য ব্রাজিলের হেড কোচের পদ থেকে দোরিভাল জুনিয়রকে সরিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এই পরিস্থিতিতে নতুন হেড কোচ হিসেবে অনেক নাম সামনে এলেও, নতুন নাম হিসেবে উঠে আসছে আল হিলালের কোচ জর্জে জেসুসের নাম।
তবে এমনি এমনি পর্তুগিজ কোচকে আনতে পারবে না ব্রাজিল ফুটবল কনফেডারেশন, কারণ বর্তমানে তিনি সৌদি প্রো লিগের দলের সাথে চুক্তিবদ্ধ। একাধিক রিপোর্ট অনুযায়ী, জর্জে জেসুসের টার্মিনেশন ক্লজকে ভাঙতে ২.৫ মিলিয়ন পাউন্ড দিতে তৈরি সিবিএফ।
যদিও সিবিএফ-এর প্রথম পছন্দ ছিল কার্লো আনসেলোত্তি, তবে জুলাইয়ের আগে রিয়াল মাদ্রিদ ছেড়ে আসতে পারবেন না ইতালীয় এই কোচ। এদিকে ব্রাজিলের জনপ্রিয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর হয়ে সফল কোচিং করার জেরে জর্জে জেসুসকে আনতে চাইছে সিবিএফ।