সুপার কাপে মোহনবাগানের প্রতিপক্ষ আইলিগের 'অস্থায়ী' চ্যাম্পিয়নরা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যে কলিঙ্গ সুপার কাপের সূচি প্রকাশিত হয়েছিল, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টের খেলার কথা ছিল আইলিগে তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। তবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটির রায়ের কারণে আইলিগ শেষ হলেও এখনই লিগের স্থান নির্ধারিত করা যায়নি।
যার ফলে মঙ্গলবার আইলিগে আপাতত প্রথম তিন স্থানাধিকারী দল হিসেবে থাকা চার্চিল ব্রাদার্স, ইন্টার কাশী ও গোকুলাম কেরালাকে নিয়ে একটি ড্র আয়োজিত হয়। সেই ড্রয়ের পর নির্ধারিত হয়, আগামী ২০ এপ্রিল মোহনবাগানের বিরুদ্ধে খেলবে চার্চিল ব্রাদার্স, যারা এই মুহুর্তে আইলিগের 'অস্থায়ী' চ্যাম্পিয়ন।
কিন্তু অস্থায়ী কেন? আগামী ২৮ এপ্রিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত নেবে, নামধারী এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট পাবে কিনা ইন্টার কাশী। যদি কাশীর পক্ষে ৩ পয়েন্ট দেয়, তাহলে চ্যাম্পিয়ন হবে তারা, অন্যথায় চ্যাম্পিয়ন হবে চার্চিল।
এদিকে এফসি গোয়ার বিরুদ্ধে আগামী ২১ এপ্রিল খেলবে গোকুলাম কেরালা। আর ২৩ এপ্রিল বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলতে নামবে ইন্টার কাশী।
আসন্ন সুপার কাপের প্রথম রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে, যা হবে আগামী ২০ এপ্রিল কলিঙ্গ স্টেডিয়ামে রাত ৮টায়।#MohunBagan #ChurchillBrothers #Football #SuperCup #XtraTimeBangla pic.twitter.com/H2dfiYw5yK
— XtratimeBangla (@XtratimeB) April 9, 2025
এছাড়া এবারের কলিঙ্গ সুপার কাপের প্রতিটা ম্যাচ সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস ৩ ও জিওহটস্টারে।