সঠিক চিকিৎসা হয়নি মারাদোনার! ৫ বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো মারাদোনা। তবে বিশ্বকাপজয়ী এই ফুটবলারের মৃত্যু নিয়ে প্রচুর রহস্য রয়েছে, যা আজও আলোচনার বিষয়ে। এবার এই রহস্যে নতুন এক তথ্য সামনে এল, যা অবাক করার মত।
দুই দশক ধরে মারাদোনার মাদক আসক্তির চিকিৎসা করা মারিও আলেজান্দ্রো সিটার আদালতে জানিয়েছেন, বাড়িতে চিকিৎসা না করিয়ে কোনও রিহ্যাবিলিটেশন ক্লিনিকে থাকলে হয়ত বেঁচে থাকতেন তিনি।
বুয়েনোস এইরেসে শেষ সময়ে ঘরে চিকিৎসা নিতেন মারাদোনা, যেখানে তার দেখভালের জন্য ছিলেন ৭ জন চিকিৎসক। তবে সিটার আদালতে জানিয়েছেন, "মারাদোনার উচিত ছিল আরও সুরক্ষিত কোনও জায়গায় ভর্তি হওয়ার। রোগীকে চেনার কারণে, আমি কখনই তাকে ঘরে চিকিৎসা হতে দিতাম না।"
ইতিমধ্যেই সেই ৭ চিকিৎসককে অভিযুক্ত দায়ের করা হয়েছে। মারাদোনার প্রাক্তন স্ত্রী ভেরোনিকা ওজেদা জানিয়েছেন, এই ৭ চিকিৎসক আশ্বাস দিয়েছিলেন যে তারা দিয়েগোর দেখাশোনা করবেন। কিন্তু আদালতে ওদেজা বলেছেন, "ওনারা মিথ্যা কথা বলেছে। দিয়েগো একা ছিল, শুধু একজন নিরাপত্তারক্ষী ছিল।"