Photo- BCCI
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হিসাবে গৌতম গম্ভীরের আত্মপ্রকাশের পরেই একাধিক বিষয় ক্রিকেট ভক্তদের নজর কেড়েছে। যার মধ্যে অন্যতম আলোচিত বিষয়টি হল টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় অধিনায়ক নির্বাচন। রোহিত শর্মার অবসরের পর হার্দিক পান্ডেয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে বেছে নেন জাতীয় দলের নির্বাচকরা। এরফলে ক্রিকেট মহলের একাংশ মনে করেন হার্দিক ও সূর্যর সম্পর্কে চিড় ধরতে চলেছে। তবে সম্প্রতি বিসিসিআই একটি ভিডিও প্রকাশ করে যার মধ্যে সব জল্পনার অবসান হয়।
ভিডিওটিতে দেখা যায় যে শ্রীলঙ্কা সফরে উড়ে যাওয়ার আগে হার্দিক পান্ডেয়া ও সূর্যকুমার যাদবের সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে প্রথমেই হার্দিক জড়িয়ে ধরেন সূর্যকে।
তবে এই আলিঙ্গন লোক দেখানো নয়, ভিডিওটিতে স্পষ্ট বোঝা যায় একে অপরকে কাছে টেনে নিচ্ছেন হার্দিক-সূর্য।
সম্প্রতি সাংবাদিক বৈঠকে টি টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করার আসল কারণ জানিয়েছেন জাতীয় নির্বাচক অজিত আগরকার।
অজিত জানিয়েছিলেন যে ফিটনেস সমস্যার কারণেই হার্দিককে অধিনায়ক না করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ অপরদিকে এই ফরম্যাটে সূর্য সর্বদা ফিট থাকেন এবং খেলেন। অন্যদিকে চোটের কারণে বারংবার মাঠের বাইরে চলে যান হার্দিক।