খাবার পাননি বলে সিএসকের টিম হোটেলই ছেড়ে দিয়েছিলেন ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সাধারণত শান্ত মাথার মানুষ হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এমনও সময় আসে, যখন ক্ষোভ উগরাতে পিছপা হন না বিশ্বকাপজয়ী অধিনায়ক। মাঠে এমন উদাহরণ তো রয়েছে, এবার মাঠের বাইরেও এমন এক উদাহরণ সামনে আনলেন ধোনির প্রাক্তন চেন্নাই সুপার কিংস সতীর্থ ডোয়েন স্মিথ।
একটি পডকাস্টে এসে ডোয়েন স্মিথ জানিয়েছেন, সামান্য খাবার না পাওয়ার জন্য চেন্নাই সুপার কিংসের টিম হোটেল ছেড়ে অন্যত্র চলে গিয়েছিলেন ধোনি।
এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ওপেনার বলেছেন, "এক দিন হোটেলের এক কর্মী ধোনির অর্ডার করা খাবার ঘরে আনতে বাধা দিয়েছিলেন। তাতে উনি এত রেগে যান যে টিম হোটেল ছেড়ে অন্য হোটেলে চলে গিয়েছিলেন। আমি হোটেলের নাম মনে করতে পারছি না, বা যদিও মনে থাকত, তাও আমি বলতাম না। সঙ্গে সঙ্গে অন্য হোটেলে চলে গিয়েছিলেন।"