ভারতীয় ড্রোনে ক্ষতিগ্রস্থ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, সরতে পারে পাকিস্তান সুপার লিগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একাধিক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও অনুযায়ী, বৃহস্পতিবার একটি ভারতীয় ড্রোনের আক্রমণে ক্ষতিগ্রস্থ হয়েছে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের একাংশ। বলা বাহুল্য, এদিনই এই স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগের ম্যাচ হওয়ার কথা ছিল, যেখানে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও করাচি কিংস।
ভিডিওতে দেখা গিয়েছে, এই ড্রোনটি রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম লাগোয়া একটি গাছে ধাক্কা লাগে, যার জেরে আগুন লেগে যায় সেখানে। এর জেরে স্টেডিয়াম লাগোয়া একটি রেস্তোরাঁর আবাসন ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে মূল স্টেডিয়ামে সেরকম কোনও আঘাত আসেনি বলেই খবর। এই আক্রমণে দুই স্থানীয় মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
???? An Indian drone crashed near the food street adjacent to #Rawalpindi Cricket Stadium after colliding with a tree. The crash caused a fire at the site. On one hand, we are attacking India through social media; on the other hand, all of this is being watched . What's going on? pic.twitter.com/tKs10Nikd1
— Islamabadies (@Islamabadies) May 8, 2025
এর জেরে পাকিস্তান সুপার লিগ আয়োজনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান সুপার লিগের বাকি সব ম্যাচ সরে যেতে চলেছে করাচিতে। যদিও পেশোয়ার বনাম করাচি ম্যাচটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।