গম্ভীর-আগরকারের চক্রান্তে সিডনি টেস্টে বাদ পড়েছিলেন? সত্যি প্রকাশ করলেন রোহিত শর্মা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বছরের শুরুতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সিডনি টেস্টে অধিনায়ক রোহিত শর্মার না খেলা নিয়ে প্রচুর বিতর্ক তৈরি হয়েছিল। যার মধ্যে অন্যতম বড় জল্পনা হিসেবে উঠে এসেছিল, হেড কোচ গৌতম গম্ভীর কিংবা নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারের নির্দেশে রোহিতকে বাদ দেওয়া হয়েছিল। তবে এই টেস্টের চার মাস পর সত্যিটা বললেন খোদ রোহিত।
রোহিত জানিয়েছেন, তার না খেলা নিয়ে সকলে রাজি ছিলেন না। আর এর জন্য গম্ভীর ও আগরকারের সাথে ঝামেলাও হয়েছিল বলে জানিয়েছেন রোহিত। এই নিয়ে মাইকেল ক্লার্কের সাথে এক পডকাস্টে রোহিত বলেছেন, "সিডনি টেস্ট নিয়ে বলব, আমি নিজের কাছে সৎ থাকতে চেয়েছিলাম। আমি একেবারেই ভালো ব্যাটিং করতে পারছিলাম না। ঠিকঠাক ব্যাটে-বলে লাগছিল না। আমাদের টিমের বেশ কয়েকজন ব্যাটারের পরিস্থিতিও একইরকম ছিল। শুধু সেই কারণের জন্য নিজেকে একাদশে রাখতে চাইনি। এই নিয়ে কোচ ও নির্বাচকের সঙ্গেও কথা বলি। ওনারা রাজি হয়েছিলেন, আবার কোথাও গিয়ে রাজি ছিলেনও না। সিদ্ধান্ত নিয়ে মতবিরোধও হয়েছিল।"
এরপর রোহিত বলেছেন, "আপনি সব সময়ই দলকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন। আপনি শুধু দেখবেন দলের কী প্রয়োজন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। কখনও কখনও সব কাজ করবে, কখনও কখনও করবে না। আপনি যতই সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন না কেন, সেগুলি সফল হবে, তার কোনও নিশ্চয়তা থাকে না।"
সেই সিরিজে প্রথম তিন টেস্টে যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে পরপর ৫ ইনিংসে ব্যর্থ হয়েছিল। সেই কারণে সিডনি টেস্টে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন রোহিত।