এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে আজও নিজের সেরাটা দিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৮ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা মঙ্গলবার সৌদি প্রো লিগে জোড়া গোল করে বড়সড় কীর্তি তৈরি করেছেন।
আরও পড়ুন - ক্রিকেটে এল নতুন প্রযুক্তি! এক আলোতে বোঝা যাবে আউট-নো বল
মঙ্গলবার আল ইত্তিহাদকে ৫-২ ফলে হারায় আল নাসের, আর সেই ম্যাচে দুটি পেনাল্টি থেকে দুটি গোল করেন রোনাল্ডো। আর এর জেরে চলতি বছরের সর্বোচ্চ গোলসংগ্রাহক হলেন তিনি। ২০২৩ সালে মোট ৫৩টি গোল করেছেন সি আর সেভেন।
এই তালিকায় রোনাল্ডোর পিছনে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তিন ফরোয়ার্ড হ্যারি কেন, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিন হালান্ড। কেন ও এমবাপ্পে ৫২টি করে গোল করেছেন। এদিকে হালান্ড করেছেন ৫০টি গোল।
আরও পড়ুন - টেস্ট দলে না থাকলেও কোহলির পাশে ডাগআউটে রিংকু! কি পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের?
চলতি বছরে ৫৮টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো, গোল করেছেন ৫৩টি। অ্যাসিস্ট করেছেন ১৫টি। তবে এই বছর আরও একটি ম্যাচ রয়েছে রোনাল্ডোর, যেখানে হ্যারি কেন বা কিলিয়ান এমবাপ্পের এই বছরে আর কোনও ম্যাচ বাকি নেই। ফলে অবিসংবাদিত উপায়ে চলতি বছরের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন রোনাল্ডো।