এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ওয়েন কোল নামটি ভারতীয় ফুটবলে বেশ জনপ্রিয় একটি নাম। ২০১৯-২০ মরশুমের লিগ টেবিলের শেষে থাকা চেন্নাইনকে ফাইনালে নিয়ে যাওয়া থেকে শুরু করে, চলতি আইএসএলে জামসেদপুর এফসিকে লিগ শিল্ড জেতানো - সাফল্যের মধ্যেই কাটিয়েছেন কোল।
একাধিক তরুণ ভারতীয় খেলোয়াড় তৈরি হয়েছে কোলের অধীনে। চেন্নাইন এফসিতে লালিয়ানজুয়ালা ছাংতে, এডউইন ভান্সপল, অনিরুধ থাপা, বিশাল কেইথদের তৈরি করেছেন কোল। অন্যদিকে জামসেদপুরে বরিস সিং, ঋত্বিক দাস, জিতেন্দ্র সিংয়ের মত তারকারা উঠে আসছে কোলের অধীনে।
ভারতে আসার আগে বার্নলি, বোল্টন ওয়ান্ডারার্স, উইগান অ্যাথলেটিক ও ব্ল্যাকবার্ন রোভার্সের মত ঐতিহাসিক ক্লাবে কোচিং করিয়েছেন ওয়েন। আর সেখানে একাধিক তরুণ খেলোয়াড়কে প্রশিক্ষণ দিয়েছেন কোল, যারা আজকের দিনে সুপারস্টারে পরিণত হয়েছেন। দেখে নেব এমনই পাঁচ খেলোয়াড়কে।
২০১০ সালের জানুয়ারিতে ওয়েন কোল বোল্টনে যোগ দেওয়ার পর লোনে আসেন জ্যাক উইলশায়ার। সেখানে কোলের অধীনে ছয় মাস খেলেছেন জ্যাক। পরবর্তীকালে আর্সেনালে গিয়ে দুর্দান্ত খেলেন তিনি।
বোল্টনে কোলের শেষ দুই মরশুমে খেলেছেন গ্যারি ক্যাহিল। ২০১২ সালে বোল্টন থেকে চেলসিতে গিয়ে নিজের নাম গড়ে তোলেন এই ইংরেজ ডিফেন্ডার।
২০১০/১১ মরশুমে ওয়েন কোলের অধীনে ছয় মাস বোল্টনে খেলেছিলেন ড্যানিয়েল স্টারিজ। পরবর্তীকালে লিভারপুল ও চেলসির হয়ে দাপুটে পারফর্ম করেছেন এই ফরোয়ার্ড।
রিয়াল মাদ্রিদ অ্যাকাডেমির ছাত্র হলেও রড্রিগো ২০১০/১১ মরশুমে ওয়েন কোলের অধীনে বোল্টনে খেলেন। স্প্যানিশ এই ফরোয়ার্ড নিজের দেশের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন। এছাড়া বর্তমানে প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডের হয়ে খেলেন তিনি।
২০১০ সালে রিয়াল মাদ্রিদের যুব সিস্টেম থেকে পাশ করে বোল্টনে যোগ দেন মার্কোস আলোন্সো। আর সেখানে ওয়েন কোলের অধীনে দুই মরশুম খেলেছেন। এরপর চেলসির হয়ে খেলেছেন এবং অধিনায়কত্বও করেছেন এই ফুল ব্যাক।