এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আই লিগে রবিবার ঘরের মাঠে নেরোকার বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিল মহমেডান স্পোর্টিং। সাদা কালো ব্রিগেডের হয়ে গোল করেন ডেভিড এবং রেমসাঙ্গা। লীগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল মহামেডান। ১১ ম্যাচে মোট ২৭ পয়েন্ট মহামেডানের। সঙ্গে রয়েছে ৮টি জয় ও ৩টি ড্র।
আরও পড়ুন: যুবভারতী ক্রীড়াঙ্গনে সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের পক্ষে রায় দিল মোহনবাগান গ্যালারি
শনিবার ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণাত্মক ভাবে শুরু করে মহামেডান স্পোর্টিং। ম্যাচের শুরুতেই ১৯ মিনিটে মহামেডানকে এগিয়ে দেন দলের অন্যতম ভরসা ডেভিড। নেরোকাও সমতা ফেরানোর জন্য লড়াই করছিল কিন্তু ৩০ মিনিটে ফের বিপক্ষের জালে বল জড়িয়ে দলের ব্যবধান বাড়িয়ে দেন লামরেমসাঙ্গা ফানাই। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় সাদা কালো ব্রিগেডে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল হজম করেতে হয় সাদা-কালো ব্রিগেডকে। কর্নার থেকে ভাসানো বলকে মহামেডানের জালে ঢুকিয়ে দেন নেরোকার ডেভিড সিম্বো। হেড থেকে তাঁর গোলে ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান কমায় পাহাড়ের এই দল। এরপর দুই দল একাধিকবার গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি। কলকাতা লীগ জয়ী মহামেডানের এবার লক্ষ্য আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলা। এই মূহুর্তে লীগ শীর্ষেই রয়েছে মহামেডান।