এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। আর সেই ম্যাচের উদ্দেশ্যেই রওনা দিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। ব্যক্তিগত জেট প্লেনে বন্ধু এবং দেহরক্ষীদের সাথে চিনে পৌঁছান তিনি। কিন্তু সেখানেই সমস্যায় পড়েন লিও।
আরও পড়ুন- পিএসজি ছাড়ার বার্তা দিলেন কিলিয়ান এমবাপ্পে
খবর অনুযায়ী, বেজিং আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ডার কন্ট্রোলে আটকানো হয় মেসিকে। কারণ হিসাবে জানা যায়, মেসি আর্জেন্টিনার পাসপোর্টের বদলে স্পেনের পাসপোর্ট নিয়ে বেরিয়ে পড়েন।
মেসি ভেবেছিলেন স্প্যানিশ পাসপোর্টের সাহায্যে তিনি তাইওয়ানে যেতে পারবেন। চিনের স্থানীয় সংবাদসংস্থার খবর অনুযায়ী, বিমানবন্দরে মেসিকে বলতে শোনা যায়, "তাইওয়ান চিনের নয়?"
ভুল পাসপোর্টের কারণে মেসিকে দুই ঘন্টা অপেক্ষা করতে হয় বিমানবন্দরে। এরপর তাঁকে বিশেষ ভিসার মাধ্যমে যাওয়ার অনুমতি দেওয়া হয়।