ডিফেন্সকে শক্তিশালী করতে এএফসি কাপ জয়ী সেন্টার ব্যাককে আনতে চাইছে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মরশুম শেষ, এবার আগামী প্রতিযোগিতাগুলোর জন্য শক্তিশালী দল গড়ার প্রয়াসে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে নিশ্চিত করেছে মোহনবাগান। এবার ডিফেন্সকে শক্তিশালী করতে সম্প্রতি এএফসি কাপ জেতা এই ডিফেন্ডারকে আনতে চাইছে মোহনবাগান।
শোনা যাচ্ছে, ভানুয়াতুর জাতীয় দলের ডিফেন্ডার ব্রায়ান কালটাককে নিতে আগ্রহ দেখিয়েছে মোহনবাগান। সম্প্রতি সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে এএফসি কাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন ব্রায়ান। এই ৩০ বছর বয়সী এই তারকাকে নিতে আগ্রহ দেখিয়েছে সবুজ-মেরুণ ম্যানেজমেন্ট। এই প্রতিযোগিতায় ১১টি ম্যাচ খেলে দুটি গোল ও ছয়টি ক্লিনশিট করেছেন ব্রায়ান।
সূত্রের খবর, ইতিমধ্যেই কালটাককে নিতে তার এজেন্টকে প্রস্তাব দিয়েছে মোহনবাগান। যদিও সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সাথে ২০২৫ সাল অবধি চুক্তি রয়েছে ব্রায়ানের। সেই কারণে ট্রান্সফার ফি দিয়ে ভানুয়াতুর এই ডিফেন্ডারকে নিতে হবে মোহনবাগানকে। শোনা যাচ্ছে, প্রায় ৩ কোটি টাকা খরচ করতে হবে ব্রায়ানকে নেওয়ার জন্য।
সেন্ট্রাল ডিফেন্ডার হয়েও গোল করতে সক্ষম ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। সেন্ট্রাল কোস্টের হয়ে ৪টি গোল করা ছাড়াও আগের ক্লাব অকল্যান্ড সিটির হয়ে ৫৭ ম্যাচে ১০টি গোল করেছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলেছেন ব্রায়ান, যেখানে ৫টি গোল করেছেন তিনি। ২০২৩ সালে ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন ব্রায়ান। ফলে ব্রায়ানের মত অভিজ্ঞ ফুটবলারকে পেলে মোহনবাগানের রক্ষণ শক্তিশালী হবে, তা বলাই যায়।