এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৮ ডিসেম্বর, আর্জেন্টিনার ফুটবল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ থেকে ঠিক এক বছর আগে এই দিনেই তৃতীয় ফুটবল বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে স্কালোনির তত্ত্বাবধানে বিশ্বজয় করেছিল আর্জেন্টিনা। বিশ্বজুড়ে আনন্দে মেতে উঠেছিল আর্জেন্টিনা ফুটবল দলের ভক্তরা। তবে এই এক বছরে বিশ্ব ফুটবলে ঘটে গেছে বহু ঘটনা। একদিকে যেমন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি বিশ্বজয় করে ইউরোপ ছেড়ে পাড়ি দিয়েছেন আমেরিকায় ঠিক তেমনই বিশ্বকাপের নতুন আবিষ্কার এঞ্জো ফার্নান্ডেজ সুযোগ পেয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসিতে। চলুন জেনে নি ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলাররা বর্তমানে কী করছেন?
আরও পড়ুন- IPL 2024 Auction: এই ৫ বিদেশিকে নেওয়ার জন্য বিডিংয়ের ঝড় তুলবে ফ্র্যাঞ্চাইজি দলগুলি
আর্জেন্টিনা ফুটবল দল নিয়ে কথা বললে সবার আগে যার নাম সকলের মনে আসে তিনি লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর লিও ফ্রেঞ্চ লিগের ক্লাব পিএসজি ছেড়ে যোগদান করেন মেজর সকার লিগের ইন্টার মায়ামি ক্লাবে। ইউরোপীয় ক্লাব টুর্নামেন্ট ছাড়লেও মেসি বর্তমানে আর্জেন্টিনার হয়ে ফুটবল উপভোগ করছেন।
মেসি ছাড়াও আর্জেন্টিনা দলে আরেকজন অভিজ্ঞ ফুটবলারের অবদান ২০২২ ফিফা বিশ্বকাপে
অনেক, তিনি অ্যাঞ্জেল দি মারিয়া। যিনি আর্জেন্টিনার সমর্থকদের জন্য সত্যি অ্যাঞ্জেল হয়ে উঠেছিলেন বিশ্বকাপে। ফাইনাল ম্যাচে তিনি একটি গোল করেন এবং একটি পেনাল্টি আদায় করেন। বর্তমানে ডি মারিয়া পর্তুগালের ক্লাব বেনফিকার হয়ে খেলেন। খবর অনুযায়ী, ২০২৪ কোপা আমেরিকা খেলে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। বেনফিকার হয়ে খেলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার ওটামেন্ডি, যিনি সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেন।
২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার আরেক নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ খেলেন অ্যাস্টন ভিলার হয়ে, বর্তমানে তাঁর ক্লাব প্রিমিয়ার লিগের ৩নম্বর স্থানে রয়েছে। এছাড়াও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন ২০২২ বিশ্বকাপের শ্রেষ্ঠ তরুণ প্রতিভা এঞ্জো ফার্নান্ডেজ, ম্যাক আলিস্টার, জুলিয়ান আলভারেজ, ক্রিস্টান রোমেরো, গঞ্জালো মন্টিয়েল।
ম্যাক আলিস্টারের লিভারপুল দল বর্তমানে লিগ টেবিলের শীর্ষে। বিশ্বকাপে ৪ গোল করা জুলিয়ান ফার্নান্ডেজ ম্যানচেস্টার সিটির হয়ে নিজের প্রতিভার প্রতি সুবিচার করছেন। ১৭ ম্যাচ খেলে ৪ গোল এবং ৬ অ্যাসিস্ট করেন। মন্টিয়েল খেলেন নটিংহ্যাম ফরেস্টের হয়ে। প্রসঙ্গত মন্টিয়েল বিশ্বকাপ ফাইনালের পেনাল্টি শুটআউটের জয় সূচক গোলটি করেন। বিশ্বকাপের পরে মন্টিয়েল সেভিয়ার হয়ে ইউরোপা কাপের ফাইনালেও জয় সূচক গোলটি করেছিলেন।
আরও পড়ুন- আইপিএল ২০২৪ নিলামে কোন ৫ আনক্যাপড খেলোয়াড় নজর কাড়বেন?
অন্যদিকে রড্রিগো ডি পল, যাকে ফুটবল মহল মেসির বডিগার্ড বলেন তিনি খেলেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো ডি মাদ্রিদের হয়ে। এই ক্লাবে খেলেন মলিনা। যদিও ডি পল তাঁর ক্লাবের হয়ে নিয়মিত প্রথম একাদশের ফুটবলার নন।
বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শুট আউটে গোল করা ডিবালা এবং লিওনার্দো পারেদেস খেলেন ইতালির ক্লাব এএস রোমার হয়ে।
২০২২ বিশ্বজয়ীদের সেই দলই এক বছর পরেও ধরে রেখেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। যদিও খেলোয়াড়েরা এক থাকলেও সম্প্রতি শোনা যাচ্ছে যে দলের কোচ লিওনেল স্কালোনি সম্ভবত আর্জেন্টিনার হেড কোচের পদ থেকে সরে দাঁড়াবেন।
আরও পড়ুন- টি২০ বিশ্বকাপ ২০২৪-এ আদৌ অধিনায়ক হিসেবে থাকবেন রোহিত শর্মা?
মেসিবাহিনীর পরবর্তী লক্ষ্য ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন। যদিও ২০২৬ বিশ্বকাপে মেসি, ওটামেন্ডি সহ দলের সিনিয়র ফুটবলাররা খেলবেন কি না তা এখনও জানা যায়নি।