এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন কলকাতা লিগে মূলত খেলবে ইমামি ইস্টবেঙ্গলের রিজার্ভ দল। এবং বিনো জর্জের অধীনে একটি সুসংগঠিত সাপোর্ট স্টাফ নিয়োগ করার কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল।
এবার যা খবর, প্রাক্তন গোলকিপার সংগ্রাম মুখার্জিকে ইস্টবেঙ্গলের রিজার্ভ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেখানে গোলকিপার কোচের ভূমিকা পালন করবেন সংগ্রাম। চলতি কলকাতা লিগে সাদার্ন সমিতির গোলকিপার কোচ হিসেবে ছিলেন সংগ্রাম। এবার নিজের পুরোনো ক্লাবের দায়িত্বে ফিরলেন বহু যুদ্ধের নায়ক সংগ্রাম।
টাটা ফুটবল অ্যাকাডেমির ছাত্র সংগ্রাম নিজের পেশাদারি কেরিয়ার শুরু করেছিলেন ইস্টবেঙ্গলের হয়ে। ছয় বছর সেখানে খেলার পর যোগ দিয়েছিলেন সালগাঁওকারে। গোয়ায় এক বছর খেলার পর সংগ্রাম যোগ দেন ময়দানের আর এক প্রধান মোহনবাগানে। সেখানে পাঁচ বছর খেলেন সংগ্রাম। ফুটবল কেরিয়ারের শেষ অধ্যায়টি তিনি সম্পন্ন করেছিলেন সাদার্ন সমিতির হয়ে খেলে। জাতীয় দলের হয়ে আটটি ম্যাচ খেলেছেন সংগ্রাম।
ফলে ময়দানের পোড়খাওয়া সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসন্ন কলকাতা লিগে ভালো ফল করতে মরিয়া থাকবে ইমামি ইস্টবেঙ্গল এফসি।