আর্কাদাগের ঘরের মাঠে তাদের হারানোর হুঙ্কার দিয়ে রাখলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লড়াইটা খুবই কঠিন, তবে অসম্ভব নয়। এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে ০-১ গোলে পরাজিত, এবার তুর্কমেনিস্তানের চ্যাম্পিয়ন দল আর্কাদাগের বিরুদ্ধে তাদের ঘরে বুধবার খেলতে নামবে ইস্টবেঙ্গল দল। কিন্তু প্রতিকূল পরিবেশের সাথে আয়োজকদের খারাপ ব্যবহারের মধ্যে কীভাবে লড়বে ইস্টবেঙ্গল? কোচ অস্কার ব্রুজোর মুখে কিন্তু লড়াইয়ের কথা।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে দলের তারকা মিডফিল্ডার জিকসন সিংকে সাথে নিয়ে অস্কার জানিয়ে গেলেন, বদলা নিতে হবে তাদের। পাশাপাশি এও জানিয়ে গেলেন, দলের প্রতিটা ফুটবলারই ফিট এবং খেলার জন্য মুখিয়ে।
এই নিয়ে অস্কার বলেছেন, "আমাদের প্রতিটা খেলোয়াড় সুস্থ রয়েছেন। এই মরশুম জুড়ে আমরা বারবার চোট-আঘাতে ভুগেছি। তবে এখন আমাদের প্রায় সব খেলোয়াড় সুস্থ রয়েছেন। এএফসির এই শেষ পর্যায়ে খেলার জন্য তারা মুখিয়ে রয়েছেন। সোমবার আমরা প্রস্তুতি সেরেছি। আমাদের দেশে দুটি তুর্কমেনিস্তানের দল এসে আমাদের হারিয়ে গিয়েছিল। এবার আমাদের কাছে সুযোগ এসেছে আর্কাদাগকে হারিয়ে প্রমাণ করার যে আমরাও তুর্কমেনিস্তানের দলকে হারাতে পারি।"
এরপর প্রতিপক্ষ আর্কাদাগকে নিয়ে অস্কার বলেছেন, "আর্কাদাগকে নিয়ে বলতে গেলে, প্রথম লেগের আগে আমরা ওদের বিষয়ে তেমন কোনও তথ্য জোগাড় করতে পারিনি। কারণ ওদের মরশুম শেষ হয়েছিল নভেম্বর মাসে। আর এএফসি চ্যালেঞ্জ লিগ দিয়ে নতুন মরশুম শুরু করেছিল তারা। ওদের দলে বেশ কিছু পরিবর্তন হয়েছে। আমরা মাঠের অবস্থা জানি। আগামীকালের ম্যাচটি যথেষ্ট ফিজিক্যাল হবে। ঘরোয়া লিগে আর্কাদাগের সাফল্য দুর্দান্ত, তবে আন্তর্জাতিক মঞ্চে ওরা মুখোমুখি হবে ইস্টবেঙ্গলের মত দলের, যাদের সাফল্য ঈর্ষণীয়। তাই আমরা চাইব ইস্টবেঙ্গলের সম্মান বজায় রাখতে, আর পরের পর্বে যোগ্যতা অর্জন করতে।"
এদিকে আর্কাদাগের বিরুদ্ধে জিতে দেশের সম্মান রাখার বিষয়ে আশাবাদী জিকসন। তারকা মিডফিল্ডার মনে করছেন, তিনি সহ ইস্টবেঙ্গলের সকল ভারতীয় খেলোয়াড় শুধু ইস্টবেঙ্গল নয়, দেশের জন্যও লড়বেন আর্কাদাগ স্টেডিয়ামে।
এই নিয়ে জিকসন বলেছেন, "বুধবারের ম্যাচ সহজ হবে না আমাদের জন্য। আর্কাদাগ ভালো দল, ওদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছি আমরা। চাইব এখানে ভালো খেলে পরের রাউন্ডে উঠতে। একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে, এই ম্যাচে আমি শুধু ইস্টবেঙ্গলকে গর্বিত করব না, দেশকেও গর্বিত করার কাজও থাকবে। শুধু আমি নয়, সকল ভারতীয় খেলোয়াড় এই দায়িত্বটা জানে।"