আইএসএল চ্যাম্পিয়ন এই ফুটবলার আসতে পারেন ইস্টবেঙ্গলে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন মরশুমের জন্য শক্তিশালী দল গড়বে ইস্টবেঙ্গল, সেই অঙ্গীকারই রেখেছেন ইনভেস্টর ও ক্লাব কর্তারা। সেই মত ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকেই ঝাঁপিয়েছে লাল-হলুদের রিক্রুটাররা। বিশেষ করে বিদেশি ফুটবলারদের নির্বাচন নিয়ে জোর কদমে কাজ করছে ইস্টবেঙ্গল এফসি।
এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের নজরে রয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার আলবার্তো নগুয়েরা। ৩৫ বছর বয়সী এই সেন্ট্রাল মিডফিল্ডারের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল। ভারতে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতার সৌজন্যে নগুয়েরায় আগ্রহ দেখিয়েছে ইস্টবেঙ্গল। ২০২০ সাল থেকে আইএসল খেলছেন নগুয়েরা, প্রথমে এফসি গোয়া আর তারপর মুম্বাই সিটি এফসির হয়ে।
গত মরশুমে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছেন নগুয়েরা। মোট ৬টি গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন এই মরশুমে, যা দেখে বোঝা যাচ্ছে তিনি এখনও ফর্মে রয়েছেন। ২২টি ম্যাচের মধ্যে ২০টিতে শুরু করেছেন, যার মধ্যে অধিকাংশ ম্যাচ খেলেছেন পুরো ৯০ মিনিট। ফলে ৩৫ বছর বয়স হয়ে গেলেও ফিটনেস রয়েছে পুরো দমে।
তবে নগুয়েরার সাথে ইস্টবেঙ্গলের কথোপকথনের বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে। মাঝমাঠে আরও অপশন খুঁজছে লাল-হলুদ ব্রিগেড। ইতিমধ্যেই ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফেরেইরাকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। ফলে নগুয়েরা এলে ভারসাম্য আসবে দলে, তা বলাই যায়।