RFDL এর জাতীয় পর্যায়ে উঠল ইস্টবেঙ্গল, মোহনবাগান ও ডায়মন্ড হারবার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্বে যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট ও ডায়মন্ড হারবার এফসি। জোনাল গ্রুপ থেকে সেরা তিনটি দল জাতীয় পর্বে যেতে পারত, যেখানে দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনের দুই দল সুদেবা দিল্লি এফসি ও গারওয়াল হিরোজ এফসিকে টেক্কা দিল বাংলার তিন দল।
শনিবার জোনাল পর্বের শেষ দুটি ম্যাচ আয়োজিত হয়। প্রথম ম্যাচে গারওয়াল হিরোজের কাছে ০-১ গোলে হারে মোহনবাগান। তবে এই হার সত্ত্বেও ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে জাতীয় পর্বে উঠল মোহনবাগান।
দ্বিতীয় ম্যাচে সুদেবা দিল্লি এফসির বিরুদ্ধে ৪-১ গোলে জেতে ইস্টবেঙ্গল। জোড়া গোল করেন সুরজিত দত্ত, বাকি গোলগুলি করেন গুরনাজ সিং গ্রেওয়াল ও আমন সিকে। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে উঠল ইস্টবেঙ্গল। টানা তৃতীয়বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্বে ওঠার কীর্তি গড়ল লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গলের কাছে সুদেবার হারের ফলে তৃতীয় দল হিসেবে জাতীয় পর্বে উঠল ডায়মন্ড হারবার এফসি। বলা বাহুল্য, এই প্রথমবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে নেমেছে ডায়মন্ড। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন করল তারা।