অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপে আয়োজক ভারত পড়ল সহজ গ্রুপে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে ভারত। আগামী ৯ মে থেকে ১৮ মে অবধি অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। আর সেখানে তুলনামূলক সহজ গ্রুপ পেল ভারত।
মঙ্গলবার কাঠমান্ডুতে হওয়া ড্রতে ভারতের গ্রুপে পড়েছে নেপাল ও শ্রীলঙ্কা। অপর গ্রুপে পড়েছে মালদ্বীপ, ভূটান ও বাংলাদেশ। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমি ফাইনাল, যা হবে ১৬ মে। আর ফাইনাল হবে ১৮ মে।
এই নিয়ে তৃতীয়বার অনুষ্ঠিত হতে চলেছে অনুর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ। গতবারে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, ফাইনালে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়েছিল।