বাংলাদেশ ম্যাচকে পাখির চোখ করেছেন সন্দেশ ঝিঙ্গান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ এবং ২৫ মার্চ বাংলাদেশের বিরুদ্ধে এশিয়ান কাপ যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে শুক্রবার শিলং পৌঁছেছে ভারতীয় দল। শনিবার থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে মানোলো মার্কেজের ছেলেরা।
সকালে ৪৫ মিনিটের জিম সেশন সারেন সুনীল-সন্দেশরা। তারপর সন্ধ্যেবেলায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে প্রথম অনুশীলন পর্ব সারবে ভারতীয় দল। এই মাঠেই মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। যদিও দুটি ম্যাচই দেশের সম্মানের জন্য গুরুত্বপূর্ণ, তবে দলের অভিজ্ঞ ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানের কাছে বাংলাদেশ ম্যাচটি বাড়তি গুরুত্বপূর্ণ।
এই নিয়ে এআইএফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সন্দেশ বলেছেন, "জাতীয় শিবিরে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দেশ হিসেবে, আমরা প্রথমবার শিলংয়ে খেলব, যা আমাদের জন্য বেশ উত্তেজক হবে, কারণ মেঘালয়ে ফুটবলের দুর্দান্ত সংস্কৃতি রয়েছে। আমরা মুখিয়ে রয়েছি এখানে খেলার জন্য।"
এরপর সন্দেশ বলেছেন, "আমাদের মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ ম্যাচ থেকে পয়েন্ট তোলা, যা আমাদের এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে ভালো শুরু দেবে। আর আমার মনে হয় আগামী ১০ দিনের এই অনুশীলন পর্ব এবং মালদ্বীপের বিরুদ্ধে প্রীতি ম্যাচ আমাদের তৈরি করে দেবে। আমাদের লক্ষ্য হল দুটি ক্লিনশিট রেখে জয় আনা।"