মোহনবাগানের হয়ে সেমি ফাইনালে খেলতে পারবেন মনবীর সিং? কতটা গুরুতর তাঁর চোট?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মালদ্বীপ ও বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা ভারতের। চোটের জন্য জাতীয় শিবির ছেড়ে ফিরছেন মনবীর সিং। সেমি ফাইনালের আগে বড় ধাক্কা মোহনবাগান শিবিরেও।
বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে যে, মনবীর সিং ভারতীয় জাতীয় ফুটবল দল থেকে চোটের কারণে ছিটকে গিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে আইএসএল সেমি ফাইনালের আগে কত বড় ধাক্কা মনবীরের এই চোট মোহনবাগানের জন্য? ইতিমধ্যেই সেমি ফাইনালের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। খবর অনুযায়ী আজই কলকাতায় ফিরছেন মনবীর। দলের সঙ্গে রিহ্যাব শুরু করবেন তিনি খুব শীঘ্রই।
প্রসঙ্গত, মনবীর জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচে অংশ নিয়ে সাতটি গোল করেছেন। তিনি ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সেই সঙ্গে মোহনবাগানেরও। তাঁকে দলে সেমি ফাইনালে দলে পেতে মরিয়া থাকবেন কোচ মোলিনা। এখন দেখার তাঁর চোট কতটা গুরুতর?