এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণে এবার তারকা ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুণ জার্সিতে সই করলেন আলবার্তো। এর আগে রক্ষণে স্কটিশ ডিফেন্ডার টমাস অলড্রেডকে সই করিয়েছে মোহনবাগান, ফলে হেক্টর ইয়ুস্তে ও ব্র্যান্ডন হ্যামিলের বদলি সই করিয়ে ফেলল সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।
গত মরশুমে ইন্দোনেশিয়ার ক্লাব পার্সিব ব্যানডুংয়ে খেলেছেন আলবার্তো, সেখানে জিতেছেন ইন্দোনেশিয়ান লিগ। এমনকি, ইন্দোনেশিয়া লিগের সেরা একাদশেও জায়গা করেছেন রডরিগেজ।
আরও পড়ুন - মোহনবাগান সমর্থকদের জন্যই এখানে আসা! সই করে উৎফুল্ল আলবার্তো রডরিগেজ
স্পেনের লাস-পালমাসে বড় হওয়া আলবার্তো কেরিয়ারের বেশিরভাগ সময়তা খেলেছেন স্পেনের দ্বিতীয় ডিভিশনে, খেলেছেন কোপা ডেল রেও। মূলত স্পেনের একাধিক ডিভিশনে খেললেও গত মরশুমে এশিয়ার ফুটবলের সাথে পরিচিত হন আলবার্তো।
দীর্ঘকায় এই ডিফেন্ডার শুধু রক্ষণে ভরসাযোগ্য নন, প্রয়োজনে গোলও করতে পারেন তিনি। সেটপিস থেকে গোল করার সাথে সাথে রক্ষণ থেকে ভালো পাসও বাড়াতে পারেন তিনি। ফলে আলবার্তো রডরিগেজকে পেয়ে মোহনবাগানের শক্তি আরও বাড়ল।