নিজের তারুণ্যকে আরও একবার ফিরিয়ে আনলেন মেসি, জেতালেন মায়ামিকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : যেন সেই বার্সেলোনার ছোট্ট ছেলেটা, লম্বা চুলে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে যাওয়া তরুণ মেসিকে মনে করিয়ে দিলেন 'বুড়ো' লিও। জার্সি পাল্টেছেন, কিন্তু নিজের ম্যাজিক বজায় রেখেছেন আজও। গোলটা দেখলে অবাক হবেন, এই মানুষটার বয়স ৩৮!
মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় পায় ইন্টার মায়ামি। শুরুতে এমানুয়েল লাত্তে লাথের গোলে এগিয়ে যায় আটলান্টা। কিন্তু তারপর দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে আটলান্টার গোলকিপার ব্র্যাড গুজানের মাথার উপর দিয়ে চিপ করে অনবদ্য গোল করে সমতায় ফেরান মেসি। এরপর ৮৯ মিনিটে হেডে গোল করে মায়ামিকে জেতান ফাফা পিকল্ট।
Messi steals it, Messi finishes it.
— Major League Soccer (@MLS) March 16, 2025
???? things. pic.twitter.com/u0RovdUfzq
এই জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠে এসেছে ইন্টার মায়ামি। তার সাথে আটলান্টার বিরুদ্ধে মধুর প্রতিশোধও নিয়ে নিল ডেভিড বেকহ্যামের দল। গত মরশুমে লিগের প্লে-অফ পর্বে এই আটলান্টার কাছে দুই লেগে হেরে বিদায় নিয়েছিল মায়ামি।
আন্তর্জাতিক বিরতির আগে এটিই শেষ ম্যাচ ছিল মায়ামির। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাবেন মেসি। তার আগে লিওর এই ফর্ম নিশ্চয়ই স্বস্তিতে রাখবে সমর্থকদের।