গোল করে মায়ামিকে জেতালেও ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে অনিশ্চিত লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত কয়েকটি ম্যাচ ক্লান্তির জন্য মাঠে না নামলেও শেষ দুই ম্যাচ ইন্টার মায়ামির হয়ে খেলে দলকে জিতিয়েছেন লিওনেল মেসি। গত ম্যাচে আটলান্টার বিরুদ্ধে গোলও করেছেন লিও। কিন্তু ২২ মার্চ উরুগুয়ে ও ২৬ মার্চ ব্রাজিলের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন ম্যাচে নামতে পারবেন না লিও।
একাধিক আর্জেন্টিনা মিডিয়ার তরফে জানা গিয়েছে, আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ের পেশিতে ব্যথা অনুভব করেন। তবে সেই ব্যথা নিয়েও পুরো ৯০ মিনিট খেলেছেন লিও। কিন্তু এবার যা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে এই দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারবেন না মেসি।
তবে শুধু মেসি নন, আর্জেন্টিনার কিছু খেলোয়াড় চোটের জন্য দলে নেই। ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন পাওলো দিবালা, গঞ্জালো মন্টিয়েল ও জিওভানি লো সেলসো। এই মুহুর্তে ২৫ পয়েন্ট নিয়ে যোগ্যতা অর্জন পর্বের শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে, আর পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।